খারঘরে এই দিনে ৫৩ জনকে হত্যা করা হয়েছিল
আজ ১০ অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী খারঘর গ্রামে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেদিন পাকিস্তানি সেনাবাহিনী নারী ও শিশুসহ ৫৩ জনকে গুলি করে হত্যা করে। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে দাফন করা হয় খারঘর গণকবরে।
স্বাধীনতাযুদ্ধের পর থেকে প্রতিবছর এ দিনটি সরকারি-বেসরকারিভাবে খারঘর গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সরকারিভাবে প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার প্রবীণ ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়।