করোনামুক্ত হলেন জামাল ভুঁইয়া
কিছুদিন আগেই কাতারে ২০২২ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানেই অসুস্থ বোধ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সেখানে করোনা পরীক্ষা করানো হলে পজিটিভ আসে জামালের। তাই কাতারেই কোয়ারেন্টিনে থাকতে হয় তাঁকে। ভারতীয় লিগে কলকাতা মোহামেডানের হয়ে তাঁর খেলার কথা ছিল। কোভিড পজিটিভ হওয়ার কারণে তা অনিশ্চিত হয়ে যায়।
অবশেষে সুখবর এসেছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এবার করোনামুক্ত হলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জামালের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
জামাল এখন কাতারে আছেন। এত দিন কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে ছিলেন তিনি।
আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে আই লিগ। কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য গত নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল। তবে এখন তিনি করোনামুক্ত হওয়ায় ভারতীয় লিগে খেলবেন কি না, তা জানা যায়নি।