আ. লীগ ছাড়া অন্য সরকার নদী দখল করেছে : নৌমন্ত্রী
নৌপরিহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া দেশ স্বাধীন হওয়ার পর কোনো সরকার নদী রক্ষায় এগিয়ে আসেনি। বরং আওয়ামী লীগ ছাড়া যে সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা নদী দখল করে নদীর নাব্যতা নষ্ট করে ২৪ হাজার কিলোমিটার নদীপথের ২০ হাজার কিলোমিটার নদী দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে নৌমন্ত্রী এসব কথা বলেন।
প্রায় ছয় কোটি ৪৩ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সংযোগ সড়ক, আশুগঞ্জ বন্দরের ওয়্যার হাউজ ও কাস্টমস কার্যালয় উদ্বোধন করেন নৌমন্ত্রী।
শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নদীর নাব্যতা রক্ষাসহ ড্রেজিং করার মাধ্যমে নদীপথকে আধুনিকায়ন করে নদীপথকে আরো গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফি উল্লাহ প্রমুখ।