চলতি মাসেই ভারত থেকে করোনার টিকা আসছে : মন্ত্রিপরিষদ সচিব
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনাভাইরাসের টিকা চলতি জানুয়ারির মধ্যেই দেশে আসছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ টিকা আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস মন্ত্রিসভাকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনা নিয়ে আলোচনা হয়েছে। করোনার ভ্যাকসিন তো আসছে, মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকাল একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’
সচিব আরো বলেন, “আজকের মিটিংয়ে মুখ্য সচিব বলেছেন, ‘আশা করি এই মাসের শেষ দিকেই চলে আসবে’।”