মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নয় : এনরিকে
আগামী ২১ নভেম্বর বার্সেলোনার ‘অগ্নিপরীক্ষা’, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই। কিন্তু রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নামার তিন সপ্তাহ আগেই একটা দুশ্চিন্তা উঁকি দিচ্ছে বার্সা-ভক্তদের মনে। চোট থেকে সেরে উঠে লিওনেল মেসি খেলতে পারবেন তো! বার্সেলোনার কোচ লুইস এনরিকে অবশ্য দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনোরকম তাড়াহুড়া করতে রাজি নন। সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই মেসিকে মাঠে নামিয়ে দলকে ঝুঁকির মুখে ফেলতে চান না তিনি।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগার একটি ম্যাচে বাঁ হাঁটুর চোটে পড়া মেসিকে সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাই এল ক্লাসিকোতে চারবারের ফিফা বর্ষসেরার খেলা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।
রিয়াল-বার্সা লড়াইয়ের কয়েক দিন আগেই অবশ্য আরেকটি ‘মহাদ্বৈরথ’ নিয়ে মেতে উঠবে ফুটবলপ্রেমীরা। তবে ব্রাজিল-আর্জেন্টিনার সেই জমজমাট লড়াইয়ে দেখা যাবে না মেসিকে। ১২ নভেম্বর ব্রাজিল এবং ১৭ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এরই মধ্যে মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।
তবে এল ক্লাসিকো নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এনরিকে বা বার্সা কর্তৃপক্ষ। গত সপ্তাহে মেসি অবশ্য জানিয়েছিলেন, শতভাগ ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত মাঠে ফেরার কোনো ইচ্ছা নেই তাঁর।
এনরিকেরও তেমনই ইচ্ছা। বার্সা-রিয়াল ম্যাচের পরও মৌসুমের প্রায় দুই-তৃতীয়াংশ বাকি থাকবে। দীর্ঘ মৌসুমের কথা চিন্তা করে মেসিকে নিয়ে কোনোরকম ঝুঁকি নেওয়ার বিপক্ষে বার্সার ট্রেবলজয়ী কোচ, ‘দলীয়ভাবে আমরা এখন শুধু একটা কথাই গভীরভাবে চিন্তা করছি। আর তা হলো লিও মেসির শতভাগ সুস্থতা। এই একটা বিষয় নিয়েই আমরা দুশ্চিন্তায়। কবে নাগাদ, কত তারিখে সে ফিরবে, তা কোনো ব্যাপার নয়। মৌসুমের এখনো অনেক বাকি। তাই তাঁর পুরোপুরি সেরে ওঠাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’