‘বন্দুকযুদ্ধের’ পর চারজনকে আটক করল পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ পর চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোবারক (২৫), টিটু দাস (২১), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সোহেল সরকার (২০) ও অপু বিশ্বাস (২৩)।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের পর ওই চারজনের কাছ থেকে দুটি পিস্তল, একটি পাইপগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জনতার গণপিটুনিতে তাঁরা আহত হন। পরে তাঁদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, সন্ধ্যায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলে।
ওসি আরো বলেন, ডাকাত-পুলিশের মধ্যে প্রায় ছয়-সাতটি গুলিবিনিময় হয়েছে। তবে এ ঘটনায় কেউই গুলিবিদ্ধ হয়নি।