আজিমপুর কবরস্থানে দীপনকে দাফন
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ও ব্লগার ফয়সল আরেফিন দীপনকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য শহীদ আক্তার হোসেন, রেজিস্ট্রার সৈয়দ রেজাউল ইসলাম, দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সৈয়দ এমদাদ উদ্দিন।
জানাজার আগে দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক সবার উদ্দেশে বলেন, ‘আমি আইন মেনে চলি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাকে অনুরোধ করেছেন মামলা করার জন্য। তাই আমি মামলা করব। কিন্তু বর্তমানে বিচারব্যবস্থার প্রতি আমার কোনো আস্থা নেই। কারণ গত ১০ বছরে যে খুন-খারাবি হয়েছে, তার একটিরও বিচার হয়নি।’
বাংলা বিভাগের এই শিক্ষক আরো বলেন, ‘অভিজিৎ ছিল আমার ছেলের বন্ধু। সে আমেরিকা থেকে এসে আমার ছেলেকে অনুরোধ করেছে তার একটি বই প্রকাশ করার জন্য। এ জন্য সে বইটি প্রকাশ করে। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে। দেশে শুভবুদ্ধির জাগরণ ঘটলে এ ধরনের ঘটনা ঘটত না।’
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপন ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়ের গ্রন্থের প্রকাশক। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয় থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।