দায় সরকার এড়াতে পারে না
প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা ও আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে আহত করার প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ। ফেসবুকে পোস্টকৃত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গতকাল শনিবারের ঘটনার দায় সরকার এড়াতে পারে না। প্রতিক্রিয়াশীল-মৌলবাদী শক্তিকে রুখতে প্রগতিশীল-মুক্তমনা শক্তিকে ব্যাপক জনসাধারণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
আজ রোববার ভোরে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের ফেসবুক পেজে যুক্ত বিবৃতি প্রকাশ করেন এর আহ্বায়ক মাসুদ খান ও সদস্য সচিব রাতুল বারী। তাঁরা বিবৃতিতে জানান, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে প্রতিক্রিয়াশীল শক্তিকে রুখতে প্রগতিশীল-মুক্তমনা শক্তিকে ব্যাপক জনসাধারণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে সরকারকে দায়ী করে বলা হয়, এর আগেও নিরস্ত্র ও নিরীহ লেখক-ব্লগারকে প্রতিক্রিয়াশীল শক্তির হত্যাকাণ্ডের ঘটনায় সরকার যথাযথ পদক্ষেপ নেয়নি। এ কারণে পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে প্রগতিশীল মুক্তমনা লেখক-প্রকাশক-ব্লগারদের ব্যাপক জনসাধারণের সঙ্গে একাত্ম হয়ে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে লড়া ছাড়া বিজয়ী হওয়ার অন্য কোনো পথ খোলা নেই। তাই প্রগতিশীল মুক্তমনা লেখক-প্রকাশক-ব্লগারদের জনসাধারণের পাশে থেকে প্রতিক্রিয়াশীল-মৌলবাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত হতে হবে।