মুন্সীগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/21/munshigonj-accident.jpg)
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লৌহজংয়ের খানবাড়ি এলাকার পদ্মাসেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শরীয়তপুরের জাজিরা থানাধীন জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন আরোহী শরীয়তপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় অপর মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি আটক করা হয়েছে।