সরকার অপরাধীদের ধরছে না, এটা মিথ্যা : জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকার ব্লগার, শিশু এবং বিদেশিসহ প্রতিটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করেছে। যাঁরা বলছেন, সরকার অপরাধীদের ধরছে না এবং কিছুই করছে না তাঁরা সম্পূর্ণ মিথ্যা বলে এসেছেন।
আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রী-তনয় এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকার শুধুমাত্র সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড ছাড়া ব্লগার, শিশু এবং বিদেশিসহ প্রতিটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার করেছে। যাঁরা বলছিলেন সরকার অপরাধীদের ধরছে না এবং কিছুই করছে না, তাঁরা সম্পূর্ণ মিথ্যা বলে এসেছেন।’
স্ট্যাটাসে জয় সুচিন্তা ফাউন্ডেশনের বিভিন্ন মামলার সর্বশেষ অবস্থা নিয়ে করা একটি তালিকাও সংযুক্ত করেন।