মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : অন্যতম আসামি অভি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে ট্রিপল মার্ডারের ঘটনায় এজহারনামীয় অন্যতম আসামি আলভী মুনতাসিম অভিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার পুরাতন পল্টন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অভি (২০) উত্তর ইসলামপুর এলাকার মো. আলী হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন জানান, রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে আজ ভোরে অভিকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
এ মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে গত ২৪ মার্চ রাতে একটি ইভটিজিং বিষয়ে সালিশে বসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সৌরভ, অভি, সিহাব পক্ষের ছুরিকাঘাতে নিহত হন অপর পক্ষের মো. ইমন হোসেন, মো. সাকিব হোসেন ও মিন্টু প্রধান। এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার পরের দিন ২৫ মার্চ রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় এপর্যন্ত অভিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করছে পুলিশ।