মুন্সীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
মুন্সীগঞ্জের মুক্তার বিসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ তাদের আটক করে। এতে নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান।
এরা হলেন মুনমুন (২৭), তাঁর স্বামী ফারুক (৩৫) ও ইমাম আলী (৩৮)।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আবদুল্লাহ আল-মামুন।