পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গ্রেপ্তার তাঁকে করা হয়।
রাজধানী ঢাকার তেজগাঁও থানা থেকে তাঁকে আজ বুধবার জয়পুরহাট থানায় আনা হয়। তাঁর বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামে। তিনি পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে তাঁর নামে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিলেন। ওই সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে তেজগাঁও থানায় সোপর্দ করে। পরে সেখান থেকে আজ তাকে জয়পুরহাটে আনা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় আসামি হওয়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন ।
ওসি আরও জানান, হাবিবুর রহমানকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমেজেলা কারাগারে পাঠানো হয়েছে।