মাদারীপুরে মতিন মোল্লা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ও সাহেবরামপুর দুটি ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রথমে কয়ারিয়া রামারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান খান ফুকু।
অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সোহেল মোল্লার সার্বিক সহযোগিতায় পরে সাহেবরামপুর ক্ষুদ্রচর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক জেলা প্রশাসক ও উপসচিব মো. মজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ শেখ, সংগঠনের উপদেষ্টা এম আর মর্তুজা, সাংগঠনিক সম্পাদক বেলাল রিজভী, উপদেষ্টা সদস্য সাগর হোসেন তামিম, ইমদাদুল হক মিলন, আ. সোবহান মজুমদার, মঈন খান, সিফাত মাহমুদসহ অনেকেই।
ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকু বলেন, ‘কালকিনি উপজেলার কয়ারিয়া ও সাহেবরামপুর ইউনিয়নের গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও লকডাউনে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি গরিব, দুস্থ ও অসহায় পরিবারগুলো।