খাগড়াছড়িতে এক হাজার পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে খাগড়াছড়িতে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার কদমতলী এলাকায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা, পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সূত্র থেকে জানা যায়, প্রথমধাপে জেলা সদরে এক হাজার পরিবারকে ইফতারসামগ্রী দেওয়া হয়। সমগ্র জেলায় মোট সাড়ে পাঁচ হাজার পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করা হবে।
এরআগে গতকাল বিকেলে জেলা সদরের মুচি, কামার, কুমার সম্প্রদায়ের শতাধিক কর্মহীন মানুষকে নগদ টাকা বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।