ঝালকাঠিতে স্কুলছাত্রী ‘নিখোঁজ’, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ
ঝালকাঠি শহরে এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই স্কুলছাত্রীর বাবা বলছেন, স্কুলের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিতে যাওয়ার কথা বলে গত মঙ্গলবার সকালে বের হয়েছিল তাঁর মেয়ে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, শহরের মেহেদী নামের এক যুবক তাঁর মেয়েকে তুলে নিয়ে গেছেন।
ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
এদিকে, এ ঘটনায় গত মঙ্গলবার ওই কিশোরীর বাবা ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, ওই কিশোরী নবম শ্রেণির পঞ্চম অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র আনার জন্য মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহেদী হাসান নামের এক যুবক ওই কিশোরীকে অপহরণ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মেহেদীর বাসায় গিয়েও মেয়ের সন্ধান করেছেন বাবা। মেহেদীর বাবা জানিয়েছেন, তাঁর ছেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খুঁজেও মেয়ের সন্ধান পাননি তিনি।
ওই কিশোরীর বাবা আরও বলেন, ‘আমার মেয়েকে মেহেদী অপহরণ করেছে। একদিন অতিবাহিত হয়েছে, কিন্তু মেয়ের কোনো সন্ধান পাচ্ছি না। এ ব্যাপারে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত মেহেদীর পূর্বপরিচয় ছিল বলে জানা গেছে। এর সূত্র ধরে এ ঘটনা ঘটতে পারে। মেয়েটির সন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। মেহেদীর বাসায় গিয়েও তল্লাশি করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাঁর সন্ধান করা হচ্ছে।’