মুজাহিদের প্রাণভিক্ষার দাবি গুজব : মাবরুর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি বলে দাবি করেছে তাঁর পরিবার। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ শনিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে জানানো হয়, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
এ বিষয়ে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। আইনজীবীর সাথে কথা বলার আগে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে তিনি আমাদের আগেই জানিয়েছিলেন। আমি মনে করি, সরকারের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাণভিক্ষার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।’
গত বুধবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরের দিন বৃহস্পতিবার মুজাহিদের সঙ্গে দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা।