মাদারীপুরে রেস্তোরাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু
মাদারীপুর শহরের একটি রেস্তোরাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাওসার (২৭) নামের এক বাবুর্চির মৃত্যু হয়েছে। শহরের শকুনি লেকপাড়ের লবঙ্গ রেস্তোরাঁয় গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাওসার রাজধানীর নবাবগঞ্জ উপজেলার হাওয়াডুবি এলাকার আবুল ফজল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলেন কাওসার ও রানা নামের দুজন। এ সময় ওই রান্নাঘরের মেঝে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে কাওসার ও রানা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হন। পরে রেস্তোরাঁটির অন্য কর্মীরা তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। আহত রানা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
রেস্তোরাঁর মালিক শরিফুল ইসলাম মাসুদ বলেন, ‘বিকেলে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতের পর থেকেই আমার রেস্তোরাঁসহ আশপাশের কয়েকটি বাড়ি ও দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে ফোন করি। কিন্তু এর মধ্যেই রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করা অবস্থায় কাওসার ও রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এর মধ্যে কাওসার মারা গেছেন। তবে রানা সুস্থ আছেন।’
এ ব্যাপারে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, ‘বিকেলে বৃষ্টির পরে লেকের পাড়ের লবঙ্গ রেস্তোরাঁসহ আশপাশের কয়েকটি ঘর ও দোকান বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় লবঙ্গ রেস্তোরাঁর রান্নাঘরে দুজন বাবুর্চি কাজ করতে গিয়ে আহত হন। এ মধ্যে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেস্তোরাঁটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’