রাউজানে কঠোর নিরাপত্তা
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে টহল দেওয়া শুরু করেছে। তবে সাকা চৌধুরীর গ্রামের বাড়ি উপজেলার গহিরা গ্রামে তাঁকে দাফন করা হবে কি না সেটি কেউ নিশ্চিত করতে পারেনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এনটিভি অনলাইনকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তবে সাকা চৌধুরীর দাফনের ব্যাপারে কিছু জানেন না বলে জানান ওসি।
তবে সাকা চৌধুরীর পরিবারের একটি সূত্র জানিয়েছেন, গহিরা গ্রামে তাঁদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেখানেই তাঁর বাবা-মা শায়িত আছেন। তাঁর পাশে আরেকটি কবরস্থান রয়েছে। সেখানে কিছুদিন আগে সাকা চৌধুরীর ভাই সাইফুদ্দিন চৌধুরীকে দাফন করা হয়েছে। সেখানে হয়তো সাকা চৌধুরীকে দাফন করা হতে পারে।
তবে সাকা চৌধুরীর পরিবারের সব সদস্যই এখন ঢাকায় অবস্থান করছেন। তাঁরাই দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।