গাজীপুরে এক ঘণ্টার মধ্যেই অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, নরসুন্দর গ্রেপ্তার
গাজীপুরে থানায় অভিযোগের এক ঘণ্টার মধ্যেই অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় এক নরসুন্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন জিএমপির উপকমিশনার (অপরাধ) মো. জাকির হাসান।
গ্রেপ্তারকৃত নরসুন্দরের নাম চান মিয়া (৪৫)। তিনি লালমনিরহাট সদর থানার সাতপট্টি দুলাপাড়া এলাকার বাসিন্দা।
জিএমপির উপকমিশনার (অপরাধ) মো. জাকির হাসান জানান, গাজীপুরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজীমার্কেট এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে এলাকায় নরসুন্দরের (নাপিত) কাজ করতেন চান মিয়া। একই বাড়িতে পরিবারের সঙ্গে থেকে স্থানীয় এক মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ে ওই কিশোরী (১৩)। তার বাবাও পেশায় নরসুন্দর ও মা স্থানীয় এক গার্মেন্টসের কর্মী। পরিচয়ের সূত্রধরে গত ৪ জুন বিকেলে ওই কিশোরীকে অপহরণ করেন বাবার সাবেক সহকর্মী চান মিয়া। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কিশোরীর সন্ধান না পেয়ে গতকাল বুধবার রাতে কাশিমপুর থানায় অভিযোগ করেন তার পরিবার। অভিযোগের এক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৯টার দিকে উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ ঢাকার সাভার থানাধীন এনায়েতপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী চান মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।