কদমতলীতে তিন খুন : শফিকুল রিমান্ডে
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার শফিকুল ইসলাম অরণ্যকে তিনদিন রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরও আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসাইন আসামিকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিনদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে গতকাল রোববার একই মামলায় শফিকুলের স্ত্রী মেহেজাবিন মুনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
গত শনিবার রাত ১২টার দিকে কদমতলী থানায় হত্যা মামলা করেন হত্যার শিকার মাসুদ রানার বড় ভাই ও মেহেজাবিন মুনের চাচা সাখাওয়াত হোসেন। মামলায় মেহেজাবিনের স্বামী শফিকুল ইসলাম অরণ্যকেও আসামি করা হয়েছে।
গত শনিবার সকালে কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (৪৫) এবং তাঁদের মেয়ে জান্নাতুলের (২০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মাসুদ রানার আরেক মেয়ে মেহেজাবিন মুনকে। অপরদিকে ঘটনাস্থল থেকে মেহেজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুমকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতের কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটে।