কোয়ার্টার ফাইনালে ফেদেরার
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদারার। ২ ঘণ্টা ১১ মিনিটে তিনি হারিয়েছেন ইতালির লরেঞ্জো সোনেগোকে। ফেদেরার জিতেছেন ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।
ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড গড়েছেন ফেদেরার। তাঁর বয়স ৩৯ বছর। এই বছর অগস্টে ৪০ বছরে পা দেবেন তিনি।
ম্যাচের প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরের দুটি সেটে সোনেগো দাঁড়াতেই পারেননি। প্রথম সেটে ৫-৫ ফল ছিল যখন, তখনই বৃষ্টি নামে। তখন খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ শুরু হলে ফেদেরারকে রুখতে পারেননি।
হাঁটুর চোট থেকে সেরে উঠে ফেদেরার দারুণ ছন্দে রয়েছেন।
তবে উইম্বলডন থেকে বিদায় নিলেন জার্মানির অ্যালেক্সান্ডার জেরেভ। তিনি হেরে গেছেন কানাডার ফেলিক্স অগর আলিয়াসিমের কাছে। ফেলিক্স ৬-৪, ৭-৬, ৩-৬, ৩-৬, ৬-৪ সেটে জিতেছেন।
দারুণ জয়ে উচ্ছ্বসিত ফেদেরার বলেন, ‘এই জয়ে দারুণ খুশি আমি। সোনেগোর বিরুদ্ধে বেশ কঠিন ছিল জয় পাওয়া। প্রথম সেটের পর ম্যাচের রাশ আমার হাতে চলে আসে। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে বেশ ভালো লাগছে।’