উইম্বলডনের নতুন রানি চেক প্রজাতন্ত্রের ক্রেচিকোভা
উইম্বলডনের নারী এককের ফাইনালে দুর্দান্ত এক লড়াই দেখল টেনিস ভক্তরা। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন চেকিয়ার বার্বোরা ক্রেচিকোভা। ১৭ দিনের ছোট পাওলিনিকে হারিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। উইম্বলডন পেল নতুন রানি।
অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে নারী এককের ফাইনালে আজ শনিবার পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ক্রেচিকোভা।
এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছেন চেক তারকা। এর আগে শেষবার ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও বাজিমাত করেছেন ক্রেচিকোভা। এবার জিতলেন দ্বিতীয় গ্র্যান্ডস্লাম।
অন্যদিকে টানা দুই গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেও শূন্য হাতে ফিরলেন পাওলিনি। ফ্রেঞ্চ ওপেনে হতাশার পর এবার উইম্বলডনেও ব্যর্থ হলেন ফিরলেন এই ইতালিয়ান খেলোয়াড়।
আজ উইম্বলডনের ফাইনালে প্রথম সেটটি ৬-২ গেমে হেরে যান পাওলিনি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। ৬-২ গেমে জিতে নিজের সম্ভাবনা জাগান ইতালিয়ান নারী। তবে শেষ সেটে আর পারলেন না জয়ের গল্প লিখতে। শেষ সেটে ইতালিয়ান নারীর যাত্রা থামিয়ে ৬-৪ সেটে জিতে যান চেক প্রজাতন্ত্রের ক্রেচিকোভা।