সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দেলোয়ার হোসেন (৫২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর। সাতকানিয়া পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেন সাতকানিয়ার উত্তর চরপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে এই অগ্নিকাণ্ডে দগ্ধ হেলাল উদ্দিন গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।
সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকায় মনটানা কমিউনিটি সেন্টারের পেছনে সৈয়দ আহমদের বাড়িতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ওই সময় পাঁচজন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন—দেলোয়ার হোসেন (৪২), শাহনেওয়াজ (৪০), হেলাল উদ্দিন (৩৬), সৈয়দ আহমদ ও খালেদা বেগম (৪২)।
সাতকানিয়া পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল জানান, বিস্ফোরণের পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাঁদের। পরে তাঁদের মধ্যে চার জনের অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার হেলাল উদ্দিন ও আজ মঙ্গলবার দেলোয়ার হোসেনের মৃত্যু হলো।