ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-ছেলের
জামালপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে শহরের পশ্চিম নয়াপাড়া রেললাইনে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।।
নিহতরা হলেন জামালপুর শহরের দেওয়ানপাড়া খামারবাড়ি এলাকার সৌদি প্রবাসী নূরে আলমের স্ত্রী সালমা আক্তার (৪০) ও তাঁর ছেলে ফাজবি ওরফে জিহান (৪)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ব্যাংক থেকে টাকা ওঠানোর কথা বলে সালমা ছেলে জিহানকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বিকেলে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়।
সালমার স্বামী হাফেজ নূরে আলম দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। দুই সন্তানের জননী সালমার বড় ছেলে সিয়াম স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র।
জামালপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।