টেস্ট থেকে অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ
গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ফিরে অসাধারাণ একটি সেঞ্চুরি করে প্রশংসা কুড়ান মাহমুদউল্লাহ। অসাধারণ ইনিংসটি খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টেস্টের শেষ দিনে সতীর্থরা তাঁকে গার্ড অব অনার দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নিয়ে কিছু বলেননি তিনি।
অস্ট্রেলিয়া সিরিজের আগে আজ সোমবার সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘একটা ব্যাপার আমি পরিষ্কার করে দিতে চাই, শুধুমাত্র এই সিরিজটি নিয়ে এখন আমার ভাবনা। এ বিষয়ে (অবসর) ইনশাল্লাহ আপনাদেরকে আমি দ্রুত বিস্তারিত জানাতে পারব।’
এদিকে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে শেষ নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। এরপর এক যুগে তিনি খেলেছেন ৫০ টেস্ট। তাতে ৩৩.৪৯ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ৫ সেঞ্চুরি আর ১৬ ফিফটি।
এদিকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।