ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিরোধ, শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক কিশোর।
গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ সানি (১৭) গোলাকান্দাইল বিজয়নগর এলাকার মিল্লাত হোসেনের ছেলে। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরির্দশক নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ফেসবুকে কোনো একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার সানি এবং উত্তরপাড়ার মাহফুজের মধ্যে বিরোধ ঘটে। গতকাল রাতে সানি ও তার কয়েকজন সহপাঠী বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যায়।
তখন প্রতিপক্ষের লোকজন তাদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে সানি ও হীরাকে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। আর হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পরিদর্শক নাজিম উদ্দিন।