শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন যাঁরা
ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। দুই প্রতিষ্ঠান ও ১০জন ক্রীড়া ব্যক্তিত্বকে দেওয়া হবে এই পুরস্কার।
আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠান হবে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে। ৭ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ক্রেস্ট ও সম্মাননা সনদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা পাবেন এক লাখ টাকা করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন আজীবন সম্মাননা বিভাগে পুরস্কার পাচ্ছেন। মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা (আর্চারি) ও মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন) ক্রীড়াবিদ বিভাগে এই পুরস্কার পাবেন।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের (ক্রীড়া সংগঠক) ও ক্য শৈ ল হ্ন (কারাতে ফেডারেশন) এউ পুরস্কার পাবেন। উদীয়মান ক্রীড়াবিদ বিভাগে পাচ্ছেন আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান (দাবা) ও উন্নতি খাতুন (মহিলা ফুটবল)।
এ ছাড়া সংস্থা বিভাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পৃষ্ঠপোষক বিভাগে ওয়ালটন এবং ক্রীড়া সাংবাদিক বিভাগে প্রবীণ সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান পাচ্ছেন পুরস্কার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই পুরস্কার ঘোষণা করেন।