সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক
অভিজ্ঞ ব্যাটসম্যানদের হারিয়ে ভীষণ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। চাপ সামলে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফিফ-সোহান। দুই তরুণ ব্যাটসম্যানের দৃঢ়তায় দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে দুজনকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক।
আজ বুধবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শুক্রবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জিতলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আফিফ এবং সোহানকে দায়িত্ব নিতে দেখে আমাদের খুব ভালো লাগছে। ওরা আমাদের শেষ পর্যন্ত নিয়ে গেছে। বেশ পরিপক্কতা দেখিয়েছে। আমাদের বোলাররাও খুব ভালো করেছে। তাদের টি-টোয়েন্টিতে এই ছন্দ ধরে রাখতে হবে।’
সাকিবকে নিয়েও প্রশংসা করেন মাহমুদউল্লাহ, ‘ব্যাটিংয়ে সাকিব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সে দেখিয়েছে, সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। শুরুর দিকে কিছু উইকেট হারালে ড্রেসিংরুমে চাপ সৃষ্টি হয়। কিন্তু আফিফ এবং সোহান যেভাবে খেলেছে, তা স্বস্তির। ওদের ব্যাটিং খুব কার্যকর ছিল।’
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।