পটুয়াখালীতে দুঃস্থদের স্বাস্থ্যসেবা দিলো সেনাবাহিনী
পটুয়াখালীর দুমকি উপজেলায় প্রায় ছয় শতাধিক অসহায় ও দুঃস্থ জনগণের মধ্যে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ৮৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে এবং ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সরকারি জনতা কলেজ মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কর্নেল মো. রবিউল আলম, লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান মল্লিক, শিশু বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মোসলেম, মেজর আওলাদ, মেজর আরিফ, মেজর তারেক, মেডিসিন বিশেষজ্ঞ মেজর কায়সার, গাইনি বিশেষজ্ঞ মেজর রুবিনা প্রমুখ।
ক্যাম্পেইনে বিনামূল্যে ল্যাবরেটরি টেস্ট, ওষুধ প্রদানসহ এই অঞ্চলের জনগণের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উন্নত চিকিৎসা প্রদান করাই ছিল আজকের ক্যাম্পেইনের উদ্দেশ্য।