ফরিদপুরে ‘কব্জিকাটা শাহিনের’ লাশ উদ্ধার
ফরিদপুর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আফজাল হোসেন খানকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তাঁর লাশ গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে শহরের নুরু মিয়ার বাইপাস এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
আফজাল স্থানীয়ভাবে ‘কব্জিকাটা শাহিন’ নামেও পরিচিত। তিনি শহরের কমলাপুর এলাকায় বাসিন্দা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ কুমার এনটিভি অনলাইনকে জানান, কে বা কারা কব্জিকাটা শাহিনকে গুলি করে ফেলে রেখে যায়। খবর পেয়ে গভীর রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, পুলিশ মৃত অবস্থায় আফজালকে হাসপাতালে নিয়ে আসে। লাশের মাথার বাঁ দিকে গুলির ক্ষত রয়েছে।