পিরোজপুরে মাদক মামলায় মা ও মেয়ের সশ্রম কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মা ও মেয়ের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পিরোজপুর দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।
মামলায় মা মোসা. নুরজাহান বেগমকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং মেয়ে মোসা. আছমা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী স্লুইচ গেট এলাকা থেকে মোসা. নুরজাহান বেগম ও তার মেয়ে মোসা. আছমা আক্তারকে পাঁচশত পিস ইয়াবাসহ আটক করে মঠবাড়িয়া থানা পুলিশ। পরে ওই দিনই তাদের নামে মঠবাড়িয়া থানায় একটি মাদক মামলা করা হয়। পরবর্তীতে মামলাটি আদালতে পাঠানো হয়।
আসামি মা নুরজাহান ও মেয়ে আছমার বিরুদ্ধে করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ফলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আছমা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেয়। পাশাপাশি নুরজাহানকে একই আইনের ২৫ ধারার তিন বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেন আদালত।
রায়ে জব্দকৃত ইয়াবাগুলো ধ্বংস ও ৩৫ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বলা হয়।