মোটরসাইকেল কিনে না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মো. রাইয়ান (১৬) নামের বরিশাল জিলা স্কুলের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের নিজ বাসভবন থেকে রাইয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ।
সুলতান মাহমুদ জানান, ব্রাউন কম্পাউন্ড রোডের বাসিন্দা মো. শাহজাদার ছেলে রাইয়ান মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদক সেবনের ঘটনায় বাসায় ঝামেলা করত। মাদক সেবন নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিবাদ করে আসছিল রাইয়ান। সম্প্রতি রাইয়ান মোটরসাইকেল কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। টাকা দেওয়া হবে না জানালে রাইয়াস অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সুলতান মাহমুদ আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।