জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি ইস্যুর সমাধান হবে : জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই রাষ্ট্রপতির ইস্যুর সমাধান করা হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছি। যে সব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে রাষ্ট্রপতির ইস্যু নিয়ে বিভক্তি হোক তা চাই না, তাই জামায়াত এক্ষেত্রে সহযোগিতা করবে।
আজ শনিবার (২৬ অক্টোবর) রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (স.) মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এসব কথা বলে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, সংবিধানের অজুহাত তুলে রাষ্ট্রের এই সংকটকে (রাষ্ট্রপতির অপসারণ ইস্যু) জিইয়ে রাখা হয়েছে। এই সংবিধানের অজুহাত দেওয়া উচিত নয়। কারণ গণঅভ্যুত্থান-উপদেষ্টা পরিষদ গঠন সংবিধান মেনে হয়নি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। তাই যেসব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে এই ইস্যু নিয়ে বিভক্তি হোক তা জামায়াত চায় না।
ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সকল ইসলামী দল-মত, ব্যক্তিত্বের সঙ্গে দফায় দফায় ব্যক্তিগত ও সমষ্টিগত মতবিনিময়, বৈঠক-আলোচনা করছে জামায়াত। অতীতের যে কোন সময়ের চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি দেখছি। যে সমস্ত ছোটখাট মতপার্থক্য আছে, তা নতুন কোন ষড়যন্ত্র না হলে ইসলামী দলগুলোর দূরত্ব কমবে।
জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন।
এসময় আরও বক্তব্য দেন বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমির মুফতি ফজলুল করিম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাওলানা আব্দুর রব, অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী প্রমুখ। বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহের যৌথ সঞ্চালনায় সমাবেশ হয়।