কক্সবাজারের হোটেলে তরুণী হত্যা মামলার আসামি রাজধানীতে গ্রেপ্তার
কক্সবাজারের একটি হোটেলে চাঞ্চল্যকর তরুণী হত্যা মামলার প্রধান আসামি মো. সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান হোসেন আজ শনিবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এএসপি আ ন ম ইমরান হোসেন বলেন, ‘আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন র্যায়ব-১০-এর অধিনায়ক (সিও) মো. মাহফুজুর রহমান।’
কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘আমারী রিসোর্ট’ থেকে গত মঙ্গলবার বিকেলে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
হোটেল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, গত রোববার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই তরুণীসহ মোহাম্মদ সাগর কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার ওই রিসোর্টে ওঠেন। গত মঙ্গলবার তাঁদের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু ওইদিন দুপুরের পরেও তাঁরা হোটেলকক্ষ থেকে বের হননি। পরে হোটেলের লোকজন ডাকাডাকি করলেও ভেতর থেকে তাঁদের কোনো সাড়া মেলেনি। এতে সন্দেহ হলে দরজা ভেঙে দেখা যায়, ওই তরুণী খাটে পড়ে রয়েছেন। ওই সময় স্বামী পরিচয়ে হোটেলে ওঠা সাগর কক্ষের ভেতরে ছিলেন না। এরপর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ওই তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনার পর মো. সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়।