রিং আইডি’র পরিচালক সাইফুল ইসলাম গ্রেপ্তার
বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডি’র পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান এলাকা থেকে গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, ‘রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞতানামা হিসেবে আসামি করা হয়েছে।’
মো. আজাদ রহমান আরও বলেন, ‘এসব বিষয়ে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।
রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গত ৩০ সেপ্টেম্বর। মামলাটি করা হয় রাজধানীর ভাটারা থানায়।
মো. আজাদ রহমান বলেন, ‘ভুক্তভোগীর করা এ মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।’
মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুনে ১০৯ কোটি ১৩ লাখ, এবং জুলাইয়ে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেয়।
মামলার অভিযোগে থাকা এই টাকা যাতে বিদেশ পাচার হতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে।