ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুরসহ পাঁচজনকে অব্যাহতি
রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে নুরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন বিচারক। এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নজরুল ইসলাম শামীম আরও বলেন, এ মামলায় অব্যাহতি পাওয়া অপর চার আসামি হলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী।
এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদীকে অপহরণের পর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়।
এরপর সেই মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। এ ছাড়া ভিপি নুরসহ পাঁচজনকে এ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান।