বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ পলাতক আসামি নিহত
দক্ষিণ চট্টগ্রামে বাঁশখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পলাতক আসামি নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উত্তর এ ঘটনা ঘটে।
নিহত আসামির নাম মোহাম্মদ আলমগীর (৪৬)। তার বাড়ি গন্ডামারা ইউনিয়নে চার নম্বর ওয়ার্ডে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে গন্ডামারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উত্তর পাশে আশরাফ আলী সড়কের পাশের জমিতে আসামি মো. আলমগীর প্রকাশ আলম র্যাব-৭-এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে পলাতক আসামি আলমগীর নিহত হন। নিহতের লাশ রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী থানায় আনা হয়। ভোরের দিকে লাশ থানায় হস্তান্তর করে র্যাব। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর বাঁশখালীতে গন্ডামারা ইউনিয়নে আলমের বাড়ির কাছে পশ্চিম বড়ঘোনা এলাকায় র্যাব-৭ নিহত আলমগীরকে ধরতে অভিযান পরিচালনা করে। এ সময় আলমগীরের পরিবারের লোকজন র্যাবের ওপর হামলা করলে আসামি আলমগীর পালিয়ে যান। এ সময় তার ছেলে লোকমান হাকিমকে (২০) গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব। তখন থেকে আলমগীর পলাতক ছিলেন।