ভৈরবে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু
কিশোরগঞ্জের ভৈরবে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি। গতকাল দুপুরের পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বিকেলে তাকে বাড়ির পাশের কাঁশবনের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। পরে শিশুটির বাবা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে একজন মেডিকেল অফিসার ও দুজন সিনিয়র নার্স প্রাথমিকভাবে পরীক্ষা করে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে জানান। পরে আরও প্রয়োজনীয় পরীক্ষার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর একজন মেডিকেল অফিসার ও দুজন সিনিয়র স্টাফ নার্সের সমন্বয়ে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। পরে পুলিশের মাধ্যমে শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, এই বিষয়ে শিশুটির পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। হাসপাতাল থেকে তথ্য পাওয়ার পর শিশুটিকে আমরা কিশোরগঞ্জ হাসপাতালে পাঠিয়েছি।