খাগড়াছড়িতে দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450017204.jpg)
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন থেকে দুই মেয়র পদপ্রার্থীর সড়ে দাঁড়িয়েছেন। এঁরা হলেন ধীমান খীসা ও দীপায়ন চাকমা। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এ ছাড়া এ পৌরসভায় কাউন্সিলর পদপ্রার্থী ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের চন্দর কুমার দে এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সুরভী খীসা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ ছাড়া মাটিরাঙা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৮ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম ও আলী হাসান নয়ন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মাটিরাঙা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।