সুনামগঞ্জে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বীরনগর গ্রামের একটি খাল থেকে নিখোঁজ আপন চাচাতো ভাইবোনের মরদেহ লাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুরা হলো বীরনগর গ্রামের আশিক নূরের ছেলে আরমান হোসেন রুমান (৫) ও একই গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার মেয়ে ইসরাত জাহান ইমা (৬)। তারা চাচাতো ভাইবোন।
নিহত দুই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বীরনগর গ্রামে বাড়ির পাশে শিশু রুমান ও ইসরাত জাহান ইমা অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পরে বীরনগর গ্রামের বাড়ির পাশে একটি খালে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, গতকাল থেকে এ দুটি শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। আজ তাদের দেওয়া তথ্যমতে বাড়ির পাশে একটি খালের পানিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। খালে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।