ঝোঁপে মিলল নিখোঁজ শিশুর মরদেহ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/17/sarail_thana.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের একদিন পর কাশফিয়া ওরফে শেফা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকায় একটি ঝোঁপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাশপিয়া সৈয়দটুলা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন রিমি আক্তার রিতু (২২), হোসেন মিয়া (১৮) ও জামির মিয়া (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশফিয়া তার প্রতিবেশী রিমির সঙ্গে চলাফেরা করত। গতকাল মঙ্গলবার বিকেল থেকে কাশফিয়ার কোনো খোঁজ মেলেনি। এতে গ্রামে মাইকিং করে শিশুটির পরিবার। পরে রিমির দেওয়া তথ্য অনুযায়ী একটি ঝোঁপ থেকে কাশফিয়ার মরদেহ পাওয়া যায়। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, কাশফিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।