ভৈরবে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. তাসরিফ হোসেন আলিফ (১৮) নামের এক মাদ্রাসাছাত্র আহত হয়েছেন। ভৈরব বাজার রেলওয়ে স্টেশন রোডের পূর্বপাশে গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
আহত তাসরিফ হোসেন আলিফ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
তাসরিফ হোসেন আলিফ জানান, ভৈরবের আগানগর ইউনিয়নের ছাগায়া গ্রামে ফুফুর বাড়ি থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন। সেখান থেকে অটোরিকশায় করে ভৈরব বাসস্ট্যান্ডে যান। পরে হেঁটে রেলস্টেশনে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে দুজন ছিনতাইকারী তাকে আটক করে। তারা তার গলায় ধারালো ছুরি ধরে সঙ্গে থাকা একটি মোবাইল নিয়ে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তাসরিফের কানে ছুরি দিয়ে আঘাত করায় তিনি রক্তাক্ত হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মহিনুল ইসলাম জানান, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানে ছুরিকাঘাত নিয়ে একজন রোগী আসেন। তার কান দিয়ে তখনও রক্ত ঝরছিল। আমরা চিকিৎসা দিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিই।’
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ আহত ব্যক্তির খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।