বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদারীপুরে মামলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুরে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলাটি করা হয়।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আখতার।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
বাবুল আখতার মামলায় অভিযোগ করেন, গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র জাহাঙ্গীর আলমের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে জাহাঙ্গীর আলমকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এতে দেশে দাঙ্গা-হাঙ্গামাসহ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই বিবাদী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বাদী বাবুল আখতার।
পিপি সিদ্দিকুর রহমান বলেন, ‘মামলাটি আদালত গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।’