এমবিএস ভিশন-২০৩০ ন্যাশনাল ক্রিকেটে চ্যাম্পিয়ন গ্রিন বাংলা
আইসিসি অনুমোদিত প্রতিষ্ঠান রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এমবিএস ভিশন-২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি টিম ‘গ্রিন বাংলা ক্রিকেট ক্লাব’।
গত শুক্রবার দুপুরে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৩ নম্বর গ্রাউন্ডে টসে জিতে গ্রিন বাংলাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকারস। ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান করতে সক্ষম হয় গ্রিন বাংলা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাইফুল বাদল।
এরপর ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৭ দশমিক ২ ওভারে ১০ উইকেটে হারিয়ে ১৮৪ রান করে ইন্ডিয়ান স্ট্রাইকারস। ফলে ১৭ রানে জয় পায় গ্রিন বাংলা ক্রিকেট টিম।
ম্যান অব দ্যা ফাইনাল সাইফুল ইসলাম বাদল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট আইয়ুব সুমন, টপ স্কোরার অব দ্যা টুর্নামেন্ট আনোয়ার রিয়াজ, টপ উইকেট টেইকার অব দ্যা টুর্নামেন্ট ফেনিল আনন্দ কুলাই হয়েছেন।
এ জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন গ্রিন বাংলা ক্রিকেট টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।
এমবিএস ভিশন-২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন হওয়ায় মরুর টাইগারদের অভিনন্দন জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসীহ, মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলাম।