ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারী নিখোঁজ
পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ নারীর নাম লুৎফা আরা বেগম। তাঁর পাসপোর্ট নম্বর বিএইচ ০৬৯৬১২৩।
জানা যায়, গতকাল মঙ্গলবার স্বামী মোহাম্মদ ইদ্রিস আলীর সঙ্গে তাওয়াফ করার সময় লুৎফা আরা বেগম হঠাৎ হারিয়ে যান। আজ বুধবার পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
লুৎফার স্বামী ইদ্রিস আলী এরইমধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি অবহিত করেছেন।
এ ব্যাপারে মক্কায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করছেন স্বামী ইদ্রিস আলী।
কেউ লুৎফার সন্ধান পেলে মক্কায় বাংলাদেশ হজ মিশন অথবা ০৫৬৮৫৮২৮৪৩/০৫৬০৯০৮৫১৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।