কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুয়েতে উৎসবমুখর পরিবেশে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) ও বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা শাখা।
গত ২১ নভেম্বর সকালে কুয়েতের সোবহান সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) সদর দপ্তরে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী এ আল শানফা। সে সময় বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল মজিদ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে রাতে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রতিরক্ষা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের স্বাগতিক বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কুয়েত সশস্ত্র বাহিনীর অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী এ আল শানফা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্য, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীরা।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে আজ সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই অবিরত আস্থা, সহযোগিতা ও সহমর্মিতার জন্য কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ ও তাঁর সরকারকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় ।
এ ছাড়া ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসির ক্রমধারার ওপর চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।