জমকালো আয়োজনে রিয়াদে এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১২ অনুষ্ঠিত
সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-১২ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে রিয়াদের আল এনাবিয়া কমিউনটি সেন্টারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বিশাল এ মিলন মেলা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এনটিভির সাংস্কৃতিক ফোরামের নিজস্ব শিল্পীরা।
এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলপনা ইয়াসমিন ওয়াজেদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন বীথীর সঞ্চালনায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন এনটিভি দর্শক ফোরামের সৌদি আরব শাখার সভাপতি অধ্যাপক আ. ক. ম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মিজানুর রহমান কমল, গাজী সাঈদ, ফারুক হোসেন ও তাজুল ইসলাম গাজী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে সূচনা বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহসভাপতি এলমিস ফাতেমা চৌধুরী এ্যাপলো, স্বাগত বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক জিনিয়া সবুর ও ফোরামের সহসভাপতি রিনা কিরন।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সৌদি আরবে এনটিভির প্রতিনিধি, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চাঁন। তিনি সবার সহযোগিতায় প্রবাসে আনন্দ বিনোদনে এনটিভির এমন আয়োজন অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন।
রিয়াদের খ্যাতনামা এনটিভি শিল্পীরা গান, নৃত্য ও নাটক মঞ্চস্থ করে বিপুল সংখ্যক প্রবাসী পরিবারকে আনন্দে মাতিয়ে রাখেন।
এনটিভি ফোরামের পক্ষ থেকে চারজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিকে আজীবন সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আমন্ত্রিত সব অতিথির জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বরাবরের মতো অনুষ্ঠানের স্পন্সর রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন, ফয়সাল সিসি টিভির মহাব্যবস্থাপক (জিএম) ফয়সাল ও প্রাণের রিয়াদের সহকারী ব্যবস্থাপক ইসমাইল হোসেন প্রবাসে এনটিভির এমন আয়োজনে নিয়মিত সঙ্গে থাকার কথা জানান।
এনটিভি দর্শক ফোরামের সৌদি আরবের বিভিন্ন প্রদেশ কমিটির নেতৃবৃন্দ প্রাণবন্ত এ আয়োজনে অংশ নেন। গভীর রাত পর্যন্ত চলে এ আয়োজন। অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা তাদের মতামত তুলে ধরে প্রবাসে কিংবা দেশে এনটিভির বিনোদনমূলক কাজের প্রশংসা করেন।
পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক ও অনুষ্ঠান নির্মাতা মমতাজ উল আলম তাজ, জামশেদ রানা, আবদুস সালাম কিরন ও সালাহউদ্দিন।