জিবুতির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন জাবেদ পাটোয়ারী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/22/img-20201222-wa0000.jpg)
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পূর্ব আফ্রিকার দেশ জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গতকাল সোমবার জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
পরিচয়পত্র পেশ উপলক্ষে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীকে মোটর শোভাযাত্রাসহ জিবুতির রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূতকে একটি চৌকস দল স্ট্যাটিক গার্ড অব অনার দেয়। জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচয়পত্র গ্রহণ করেন। পরিচয়পত্র পেশ শেষে উভয়ে এক বৈঠকে মিলিত হন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/22/img-20201222-wa0002.jpg)
বৈঠকে রাষ্ট্রদূত পরিচয়পত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি গুয়েলেহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
জাবেদ পাটোয়ারী উল্লেখ করেন, বাংলাদেশ ও জিবুতি জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসির সদস্য হিসেবে একই মূল্যবোধে বিশ্বাসী।
রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে জিবুতির সমর্থনের প্রশংসা করেন এবং তাঁদের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/22/img-20201222-wa0003.jpg)
এছাড়া রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি, মৎস্য, তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করেন। জিবুতির রাষ্ট্রপতি গুয়েলেহ তৈরি পোশাক আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে সেদেশে ভিসা অব্যাহতি, জিবুতির সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বিষয়ে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রপতি গুয়েলেহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ ছাড়াও উভয় দেশ তাঁদের কৌশলগত ভৌগোলিক অবস্থান থেকে কিভাবে যৌথভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে আলোচনা করেন।
রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ ও আলোচনার সময় জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ ও রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী হাবিবা হোসাইন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।