‘দ্য রাইজিং স্টার’-এর গ্র্যান্ড ফিনালে ১৮ জানুয়ারি
ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের নিয়ে ইতালিতে শুরু হয়েছে ‘দ্য রাইজিং স্টার’ নামের অনুষ্ঠান। এ উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড শেষ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি রোম শহরের ‘আর্কো ডি ত্রাভেনতিনো সান গাসপার’ থিয়েটারে অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।
ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সাড়া জাগানো এই অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বের সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন ‘দ্য রাইজিং স্টার’-এর কর্মকর্তারা।
গ্র্যান্ড ফিনালের দিনব্যাপী অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহর থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশ নেবেন। তাঁরা বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবেন। ইতালিতে বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এ অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কমিউনিটির বিভিন্ন স্তরের সংগঠনের নেতারা।
তাঁরা মনে করেন, প্রতিভার সন্ধানে ‘দ্য রাইজিং স্টার’ কমিউনিটিকে এগিয়ে নিতে এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। আয়োজকরা ‘দ্য রাইজিং স্টার’-এর এই অনন্য উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
আয়োজনের সঙ্গে কাজ করছে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এবং বাংলা প্রেসক্লাব-ইতালি।